Posts

Showing posts from July, 2020

আমাদের ভুল সিদ্ধান্তের মূলে যে ২৮ টি বিষয় কাজ করে

Image
আমাদের ভুল সিদ্ধান্তের মূলে যে ২৮ টি বিষয় কাজ করে এই ২৮ কারণ চার্লি মাঙ্গার তার সাইকোলজি অব হিউম্যান মিস জাজমেন্ট লেকচারে বলেছিলেন অনেক আগেই, ১৯৯৫ সালে। চার্লি মাঙ্গার একজন ইনভেস্টর, ওয়ারেন বাফেটের পার্টনার, এবং মাল্টি ডিসিপ্লিনারি নলেজের চর্চাকারী, লাইফ লং লার্নিং এর ভেতর দিয়ে যেতে যেতে তিনি একজন বিখ্যাত এক্সপার্ট জেনারালিস্ট। এক্সপার্ট জেনারালিস্ট কারা? এমনিতে একটি ধারণা আছে কোন বিষয়ে বিশ্ব সেরা এক্সপার্ট হতে গেলে ঐ বিষয়ের উপর দশ হাজার ঘন্টা ব্যয় করতে হয়। এটি জনপ্রিয় করেন লেখক ম্যালকম গ্ল্যাডওয়েল। এই নিয়মের ব্যতিক্রম আরেক পন্থা হলো এক্সপার্ট জেনারালিস্ট। ব্রেইন এন্ড কোং এর চেয়ারম্যান অরিত গ্যাদিয়েশ এই টার্মটি ব্যবহার করেন। তার সংজ্ঞায় এক্সপার্ট জেনারালিস্ট যারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে নলেজ সংগ্রহ করেন এবং এগুলি মিলান। ফোকাস গভীর রাখেন ও চিন্তাকে নিঁখুত করে তোলেন। আমরা যে বাস্তবতায় বাস করি তা কোন এক ফিল্ডের নিয়মে চলে না। কেবল রসায়ন বিদ্যা দিয়ে বাস্তবে ঘটতে থাকা কোন সমস্যা, যেমন টিলাগড় পয়েন্টে রাজনৈতিক দুই ছাত্র সংঘটনের মারামারি ব্যাখ্যা করা যাবে না। কেবল পদার্থবিদ্য...