Posts

Showing posts from June, 2020

সাইকোলজিকাল হ্যাকিং

সাইকোলজিকাল হ্যাকিং সাইকোলজিকাল হ্যাকিং বিষয়টা আসলে সত্যিই অসাধারন। এই যেমন ধরুন , আপনি অন্যের মনের কথা পড়ে ফেলতে পারবেন। তার মনের অভাব গুলো বুঝে ফেলতে পারবেন । আপনি তার কাছে হয়ে যাবেন এক রহস্য মানব । আপনি যা বলবেন লোকে তাই শুনবে , যে কাউকে দিয়েই আপনি যা ইচ্ছা করাতে পারবেন। সাইকোলজিকাল হ্যাকিং জিনিসটা মন্দ নয় , যদি আপনি নিজে ইথিকাল(নীতিবান)   হউন | কিছু ইথিকাল সাইকোলজিকাল হ্যাকিং ট্রিক্স শেয়ার করা হলো... ১। কারো সাথে কথা বলার শুরুতেই মুচকি হাঁসুন , কনভিন্স হওয়ার সম্ভাবনা বাড়বে। ২। অন্যকে রাগিয়ে দেওয়ার জন্য কথা বলার সময় মাত্রাতিরিক্ত ভ্রু কিংবা কপাল কুঁচকান , ঠোট বাকিয়ে কথা বলুন ; আপনার প্রতি তার নেগিটিভ আইডিয়া জন্ম নিবে | ৩। কারো চোখের মনির দিকে তাকিয়ে আপনার প্রতিবিম্ব লক্ষ্য করে কথা বলুন , সে সম্মোহিত কিংবা হিপ্নোটাইজড হয়ে যাবে।তবে এটা কেবলমাত্র স্থির দন্ডায়মান এবং আলোর বিপরীতে থাকলেই পসিবল হয়। ৪। কথা বলার সময় আপনি কারো কাধে হাত রাখলে কিংবা দৃঢ়ভাবে হ্যান্ডশেক করলে আপনার প্রতি তার মনোবল কিংবা আস্থা দৃঢ় হয়। ৫। কারো কপালের মধ্যবিন্দু বরাবর তাকিয়ে কথা বললে সে মিথ...